প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
নড়াইলের কালিয়ায় আনিচ শেখকে (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।
হত্যা ও আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ইনস্পেক্টর (ওসি তদন্ত) মোঃ বোরহান উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্যার ইটের ভাটার দক্ষিণ পাশে শুক্রবার (৩১) মে রাত সাড়ে সাতটার দিকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যান দুর্বৃত্তরা।
পরবর্তীতে আহত আনিচ শেখকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখ ওরফে মোশা শেখের ছেলে ও কলাবাড়িয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ, রিপন শেখ ও জুলফিকার শেখ এবং সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় কোন্দল চলমান ছিল।
এরই জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।