বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, গৃহবন্দী মানুষ
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ মে, ২০২৪, ২:১৬ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে গতকাল রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। 

এদিকে গতকাল রাত থেকেই উপজেলায় বিদ্যুৎসংযোগও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনগন।

এদিকে ঝড়ো হাওয়ার সাথে মূসলধারে বৃষ্টি পড়ায় সাধারন খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

আজ সোমবার দুপুর ১২ টার পরে ঝড়ের তীব্রতা বাড়তে শুরু করে। এসময় কালকিনি উপজেলার বেশ কিছু স্থান হতে গাছপালা, ফসলের ক্ষেত সহ কিছু বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। 

তবে ক্ষয় ক্ষতির সঠিক পরিমান এখন পর্যন্ত জানা যায়নি। ঝড় থেমে গেল বোঝা যাবে ঘূর্নিঝড় রেমাল কতটুকু ধ্বংস চালিয়েছে। সবমিলিয়ে তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিপাতের ফলে লোকজন এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ হতে উপজেলা জুড়ে ২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল এর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় তাৎক্ষণিক সহযোগিতার জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে। ঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   ঘূর্ণিঝড়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft