বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ফেনীতে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

১ হাজার পিস ইয়াবাসহ ঢাকা'র রাখিবুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরের দিকে মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। 

এসময় গ্রেপ্তারকৃত রাখিবুলের পকেট থেকে ৪টি সাংবাদিকতার আইডি কার্ড জব্দ করা হয়। 

রাখিবুল নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভূঁঞার ছেলে। তিনি দীর্ঘদিন রাজধানীর নতুন পল্টন লাইনে বসবাস করে আসছিলেন। 
  
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে পুলিশের একটি দল শনিবার দুপুরের দিকে মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় চট্টগ্রাম মুখি লেইনে সন্দেহভাজন পরিবহন তল্লাশী করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল সবুজ নামের একটি এসি বাসের ডি-২ সিটের যাত্রীর সাথে থাকা কাগজের ব্যাগ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় তাকে আটক করে তার দেহ তল্লাশীকালে তার পকেট থেকে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার ৪টি আইডি কার্ড পাওয়া যায়। 

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, সাংবাদিকতার আড়ালে রাখিবুল দীর্ঘদিন যাবত ইয়াবাপাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। পরে এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফেনী   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft