বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
শ্রীমঙ্গলে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে নতুন সীমানা প্রাচীর ভাঙচুর ও আহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সিন্দুরখাঁন সড়কের বাসিন্দা মৃত মো. আব্দুল গনির ছেলে আব্দুল হাসিম।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. আব্দুল হাসিম লিখিত বক্তব্যে জানান, গত ১৬ মে ভোর ৪টার দিকে সিন্দুখাঁন ইউনিয়নের হুগলিয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আবু তাহেরের নেতৃত্বে ১৫/১৬জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে প্রথমে গ্রীলে তালা মেরে পরে আমার বাড়ির নবনির্মিত সীমানা প্রাচীরটি ভাঙতে থাকে। এসময় আমি অন্য একটি ঘরে রাত্রীযাপন করছিলাম। প্রাচীর ভাঙার শব্দ শোনে আমি ঘর থেকে বেরিয়ে আসলে তাঁরা আমার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারী আবু তাহের আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে দলবল নিয়ে চলে যায়। এরপর আহত অবস্থায় স্থানীয়রা আমাকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মো. আবু তাহের, মো. জিতু মিয়া, কয়েছ মিয়া, আবুল খায়ের, মো. সামি, মো. স্বপন মিয়াসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হাসিম আরও বলেন, বিগত ২০১৬ সালে তিনি সিন্দুরখাঁন রোডস্থ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মো, জৈন আলীর নিকট থেকে বাসা ক্রয় করে বসবাস করে আসছি। জৈন আলী বাসাটি বিক্রির আগে প্রতিবেশী আবু তাহেরকে কেনার প্রস্তাব দেন। আবু তাহের বাসাটি কিনতে অপারগতা প্রকাশ করলে আমি জৈন আলীর কাছ থেকে বাসাটি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করছি।

বাসা কেনার পর থেকেই আবু তাহের তাঁর সাথে বিভিন্ন ভাবে শত্রুতা করে আসছে। আমার বাসার পাশেই আবু তাহেরের একটি বাসা রয়েছে। সেখানে আবু তাহের ব্যাচালার ভাড়াটিয়াদের থাকতে দেন। ব্যাচালার ভাড়াটিয়া থাকার কারণে আমার বাসার মহিলাদের চলাফেরায় সমস্যা হচ্ছিল। পরে আমি বাসার মহিলাদের নির্ভিগ্নে চলাচল করার জন্য গত ১০ মে বাসায় নতুন প্রাচীর নির্মাণ করি।

আব্দুল হাসিম সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি আমার ক্রয়কৃত ০.৩৭ শতাংশ জায়গার উপর প্রাচীর নির্মাণ করেছি। প্রাচীর নির্মাণের পর আবু তাহের আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১৬ মে ভোর ৪টার সময় আবু তাহের দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে নবনির্মিত প্রাচীর ভেঙে আমার ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। এবং আমার উপর হামলা করে আমাকে আহত করেছে।

সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান আব্দুল হাসিম। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীমঙ্গল   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft