প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
টেকসই ভবিষ্যৎ বিনির্মানে আজকের পরিমাপ-এই প্রতিপাদ্য সাথে নিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪। এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিডিএলজি মো:আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রন্টি পোদ্দার, গোপালগন্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: সাইদুর রহমান, গোপালগঞ্জ বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো:মোস্তাক আহমেদ, ঠিকাদার মাসদুর রহমান,ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক হাসিবুর রহমান। সভায় গোপালগঞ্জের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।