প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:২০ অপরাহ্ন
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৪২ গ্রাম ৩০০ মিলিগ্রাম ওজনের তিন টুকরো সোনাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ রোববার (১৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকা এই স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক নারী স্বর্ণ চোরাচালানকারীর নাম মোসাম্মৎ হাসিনা খাতুন (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তর্তী লক্ষীদাড়ি গ্রামের আইয়ূব আলির স্ত্রী।
ভোমরা বিওপির নায়েক সুবিদার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি দহন দলের সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তে অবস্থান নেয়।
আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে লক্ষীদাড়ি সীমান্তের ভেড়িবাঁধের দিকে যাওয়ার সময় বিজিবি হাসিনা খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৪২ গ্রাম ৩০০ গ্রাম ওজনের তিন টুকরো স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক মূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা।