প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন
জেলার টুংগীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ।
আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন পিআইবি'র পরিচালক (প্রশাসন) জাকির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: সৈকত্ রায়হান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, বিটিভি'র টুংগীপাড়া প্রতিনিধি মেহেদি হাসান প্রমুখ।
একই দিন পরিচালক (প্রশাসন) প্রফেসর ড.আমীর আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্টের কর্মকর্তারা। পরে তারা দরুদ শরীফ পাঠ এবং দোয়া করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- ট্রেনিং স্পেশালিষ্ট প্রফেসর আবুল কালাম নুরুদ্দীন, উপ পরিচালক (ট্রেনিং ও ইমপ্লিমেন্টেশন) মো:সাইদুজ্জামান, ড.সুনীল কুমার হাওলাদার, আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ।