বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
গাইবান্ধায় আতশবাজির দোকানে অগ্নিকান্ড
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

গাইবান্ধায় অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার কাচারি বাজার চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। 

দোকান মালিকরা বলেন, তিন ঘণ্টার আগুনে পুড়ে গেছে কসমেটিকস, সুতা, শিশু খাদ্য, রেকসিন ও প্রসাধনীর ১৫টি দোকান। দোকানগুলোর সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই রয়েছেন, যাদের ব্যবসা ছাড়া আর কিছুই নেই। তাদের পথে বসতে হবে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাচারী বাজার চুড়িপট্টির একটি দোকানে আগুন জ্বলছে এমন দৃশ্য দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। সংবাদপেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। 

ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৫টি দোকানঘরসহ সব মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। এ সময় ৪টি দোকানের
আংশিক মালমাল বের করা সম্ভব হলেও পুড়ে যায় ১১টি দোকানের সম্পূর্ণ মালামাল। 

সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরই অগ্নিকান্ডের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়। 

ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দোকানগুলোতে বিপুল পরিমাণ আতশবাজির পটকা ও কেমিক্যাল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft