বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা- রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক আসামীরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা এলাকার ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)। 

শুক্রবার (১৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের কাছে তথ্য আসে তাড়াশের চর হামকুড়িয়া এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি চেকপোষ্ট বসানো হয়। পরে একটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। আটক হওয়া আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft