বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
 

মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪:২২ অপরাহ্ন

মুম্বাইতে বিলবোর্ডের দুর্ঘটনায় ১৬ জন নিহত পরে ভারতীয় পুলিশ বিলবোর্ডের মালিককে গ্রেপ্তার করেছে। 

বিশাল বিলবোর্ডটি একটি পেট্রোল স্টেশনে ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। মিডিয়া রিপোর্টে এ কথা বলা হয়েছে।

সোমবারের দুর্ঘটনার ধ্বংসাবশেষের নিচ থেকে আরো ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলীয় এই মেগাসিটিতে প্রবল বৃষ্টি এবং ধুলো ঝড়ের সময় বিশাল বিলবোর্ডটি ধসে পড়ে।

পুলিশ বিলবোর্ডের মালিক ভাভেশ ভিন্দের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে। বিলবোর্ড ধসের পর মালিক মুম্বাই থেকে পালিয়ে গিয়েছিলেন।

পুলিশের যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৮শ’ কিলোমিটার উত্তরে পর্যটন শহর উদয়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌতম সংবাদপত্রকে বলেছেন, ‘ভিন্দেকে উদয়পুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন,‘আমাদের দলগুলো তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে খুঁজে পেয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft