প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫:০১ অপরাহ্ন
নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর 'গণহত্যা' চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দেশটিকে সমর্থন অব্যাহত রাখায় বাইডেন প্রশাসনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
হ্যারিসন মান নামে ওই সেনা কর্মকর্তা সোমবার এ ঘোষণা দেন। খবর তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর।
দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলকে অস্ত্রও সরবরাহ করে দেশটি। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্র নীরব। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনে ক্ষোভে ফেটে পড়েন ওই মার্কিন সেনা কর্মকর্তা।
পদত্যাগ করা সেনা কর্মকর্তা হ্যারিসন মান মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা।