প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম থেকে চালু হলো সরাসরি হজ ফ্লাইট। আজ মঙ্গলবার ভোর চারটায় এর উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এদিন ভোর চারটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনা মনোয়ারার উদ্দেশে রওনা করে।
বিমানবন্দরটির ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক মোঃ সালাউদ্দিন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বুসরা ইসলাম।
তারা জানান, এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান ২২টি হজ ফ্লাইটের মাধ্যম আট হাজার হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে সরাসরি দুটি ফ্লাইট মদিনা মনোয়ারা এবং ২০টি ফ্লাইট জেদ্দা গমন করবে।
তারা আরও জানান, চট্টগ্রাম থেকে আগামী ৯ জুন সর্বশেষ হজ ফ্লাইট যাবে এবং একই সঙ্গে চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে ২৭ জুন।