মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ধর্ষণ মামলার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

র‍্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জের যৌথ অভিযানে নেত্রকোণার পূর্বধলায় ধর্ষণ মামলার প্রধান আসামি মো. তাসলিমকে (২৪) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি একই থানা এলাকার মইলাকান্দি রাইদুম গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার, কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ইসবপুর গ্রামে ভিকটিম তার মা, ভাই, ও বোনদের সাথে নিয়ে নানা বাড়িতে বসবাস করতো। আসামি প্রায় সময়ই ভিকটিমকে উত্ত্যক্ত করত। বিষয়টি ভিকটিমের মা একাধিক বার আসামির পরিবারের নিকট বিচার প্রার্থী হলেও আসামি তা কর্ণপাত না করে, বরং ভিকটিমকে চলতি বছরের ১০ মার্চ তার বাড়ির সামনে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে হিরণপুর গ্রামের আ. বারেক আকন্দের বাসায় গত (১ এপ্রিল) পর্যন্ত আটকিয়ে রেখে আসামি একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে, ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধার পূর্বক তার মা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলা হওয়ার পর পরই এজাহারনামীয় প্রধান আসামি তাসলিমকে গ্রেপ্তার করতে মাঠে নামে র‍্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-১ এর সহায়তায় (১১ মে) শনিবার দুপুরের দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর গ্রামের তালহা বটতলা বাংলাবাজার রোডে ইভা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে প্রধান পলাতক আসামি মো. তাসলিমকে গ্রেপ্তার করে।

পরে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft