মঙ্গলবার ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
 

অ্যানফিল্ড থেকে বিদায় নিলেন ইয়ুর্গেন ক্লপ    ১৪ দলীয় জোটের বৈঠক ডাকলেন শেখ হাসিনা     রাত ১টার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস    ১২৬ দেশে যেতে সনদ জটিলতা কাটছে বাংলাদেশিদের    নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী    ইব্রাহিম রাইসির মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ   
পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা পরিষদের যারা মনোনয়ন পেলেন
দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা পরিষদের মনোনয়নপত্র দাখিল(০৯ মে) গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। 

এই তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন। চতুর্থ ধাপে দিনাজপুরের এই তিনটি উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। 

এছাড়াও মনোনয়ন যাচাই-বাছাই আগামী ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আগামী ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ মে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য চেয়ারম্যা পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। 

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন, মো. আতাউর রহমান, তাজওয়ার মোহাম্মদ ফাহিম ও নিজামুল হাসান। 

ভাইস চেয়ারম্যান পদে- আফতাবুজ্জামান, মো. আজিজার রহমান, মো. ওয়ায়েস কুরুনী, মো. গোলাম ফিরোজ কবির, মো. আইনুল হক চৌধুরি ও মো. আব্দুর রাজ্জাক।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- মো. কাজী আব্দুল গফুর, মো. হাফিজুল ইসলাম প্রামানিক, মো. আতিকুর রহমান আতিক, মো. হজ্জাজুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে, মো. আমিরুল মোমেনিন ও মো. শফিকুর রহমান নেতা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, সুলতানা নাসরীন ও রুকশানা বারি রুকু।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন; তারা হলেন- মো. আতাউর রহমান মিল্টন, মো. রফিকুল ইসলাম ও মো. মুশফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে, মঞ্জু রায় চৌধুরি, মো. সোলায়মান সরকার, মো. মকলেছার রহমান ও মো. মামুনুর রসিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মোছা. নীরু সামসুন্নাহার, মোছা. হাজেরা বিবি ও শিউলি রানি রায়।

এদিকে প্রথম ধাপে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৮ মে। দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। তৃতীয় ধাপে দিনাজপুরের (সদর), খানসামা ও চিরিরবন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপজেলা পরিষদ নির্বাচন   মনোনয়ন   দিনাজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft