বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসুক: গৃহায়ণ মন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, 'আগামী পাঁচ বছর আওয়ামী লীগের পক্ষ থেকে কোন দলাদলি করা হবে না। কোন দলাদলিকে উৎসাহিত করা হবে না। সুন্দরভাবে আপনারা দলটা করেন। তাহলে আমরা দলকে পূর্ণাঙ্গভাবে দাঁড়া করতে পারব।' 

তিনি আরো বলেন, 'আমরা চাই না, এদেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোন শক্তি ক্ষমতায় আসুক। আমরা চাই বারবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক।' 

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা কৃষকলীগের আহ্বায়ক ছাদেকুর রহমান শরীফ এর সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। 

বিশেষ অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। মন্ত্রী তাঁর বক্তব্যে কৃষকের অধিকার রক্ষায় কৃষিবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানান। 

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বর্ধিত সভায় মন্ত্রী বলেন, 'সংসদীয় কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এমনটা যদি হতো আওয়ামী লীগের অবর্তমানে আরো একটি শক্তি আছে মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা স্বপক্ষের। তাহলে একটা বিষয় ছিল। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য কষ্টদায়ক বিষয় হলো, মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আর কোন রাজনৈতিক দল বাংলাদেশের তৈরি হয় নি। তবে হতে পারত ন্যাপ মোজাফর, জাসদ, কমিউনিস্ট পার্টি। কিন্তু তারা কেউ সামনে এগিয়ে আসতে পারেনি। এটা তাদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে।' 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft