প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন
বাগেরহাটের সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী।
আজ শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের লফিফের ছিলা নামক স্থানে আগুন লাগে। এসময় স্থানীয়রা বন বিভাগকে এ সংবাদ জানালে দ্রুত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার লেন কাটা হয়, যাতে আগুন বনের মধ্যে ছড়িয়ে না পড়ে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, বিকালে সুন্দরবনে আগুন লাগার খবর আসে। এরপর বন বিভাগের স্টাফরা, সিপিজি, মোড়েলগঞ্জ ফায়ার ব্রিগেড এবং স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আগুনের জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভোলা নদী থেকে পানি আনা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৌয়াল বা স্থানীয় কারো বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে কমিটি গঠন করা হবে।