প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন
অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের আয়োজনে জেলার কাশিয়ানিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকালে।
সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘গ্রহের জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা'।
আলোচনা সভায় রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি বায়তুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র প্রতিনিধি ইবাদুল রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিল্টন খান, কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মুন্না, রিপোর্টাস ফোরামের সহ-সভাপতি ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি রায়হান মুন্সী জসীম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ঘোষণা’র প্রতিনিধি তারিক মাসুদ খসরু, প্রচার সম্পাদক ফাহিম হাসান ঊষা, কার্যকরী সদস্য ও দৈনিক শতবর্ষের প্রতিনিধি সাজ্জাদ আলী প্রমূখ।