প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা এর ত্রিবার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ মে ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
কাউন্সিলে ৩ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় । পদাধিকার বলে সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম কে কমিশনার মনোনীত করা হয়, কলেজ শিক্ষক শাহ জামান মাসুম পুনরায় সম্পাদক মনোনীত হয়।
এছাড়াও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কাপাসিয়া শাখার আয়োজনে ইমপ্যাক্ট ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন গবাদি পশু পালন ও পোলট্রি খামারিদের সম্প্রাসারণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানা অফিসার ইনচার্জ আবুবকর মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।