বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তাড়াশে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে টিনের চালকে ঠাণ্ডা রাখার ব্যবস্থা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:১০ অপরাহ্ন

এসি নেই, তবুও এই গ্রীষ্মের তাপদাহে কক্ষের তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি। খরার এই মৌসুমে টিনের চালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ। কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে টিনের চালকে ঠাণ্ডা রাখার ব্যবস্থা করেছেন সিরাজগঞ্জের তাড়াশের তৃপ্তি হোটেলের মালিক আরিফুল ইসলাম। হোটেলটি তাড়াশ হাসপাতাল গেটে অবস্থিত।

কল্পনায় নয়, টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে এমন পরিবেশেই খাবার হোটেলের ব্যবসা করছেন তিনি।  
বাইরে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকে সেখানে কুলিং সিস্টেমের কারণে তৃপ্তি হোটেলের ভেতরের তাপমাত্র থাকে ২৮ থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত।

জানা গেছে, চলতি বছর বেশি গরমে অনুভূত হওয়ায় হোটেলে মানুষ খাবার খেতে আসতে চাইছিলেন না। সেই চিন্তা থেকে মানুষকে একটু শান্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন আরিফুল ইসলাম। তার এই অভিনব উদ্যোগ তাড়াশ উপজেলায় বেশ সাড়া ফেলেছে। শীতল পরিবেশে স্বস্তিতে খাবার খেতে তার হোটেলে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তৃপ্তি হোটেলে কাস্টমারের ভিড়। খাবার খেতে অপেক্ষায় অনেকে। টেবিলগুলোও ব্যস্ত। এ সময় শুরু হলো বৃষ্টি। অথচ আশপাশে আর কোথাও বৃষ্টি হচ্ছে না। দেখা গেল, তৃপ্তি হোটেলের টিনের চালে ঘুরছে কয়েকটি গার্ডেনিং ফোয়ারা। সেখান থেকে পানি বের হয়ে বৃষ্টি আকারে ভিজিয়ে দিচ্ছে তপ্ত চাল। এতে রুমের গরম গুমোট হাওয়া ঠাণ্ডা হচ্ছে। ফ্যানের বাতাস পরিবেশকে শীতল করে দিচ্ছে।

তবে এই কুলিং সিস্টেমের কারণে কাস্টমারের আনাগোনা একটু বেশি।  

এ বিষয়ে তৃপ্তি হোটেলের মালিক আরিফুল ইসলাম বলেন,  মানুষের ভালবাসা ও দোয়ায় ব্যবসায় ভালোই চলছিল। সম্প্রতি লক্ষ্য করলাম গরমের কারণে আমার হোটেলে মানুষ আসতে চাইতো না। টিনের চালার হোটেল। তাই গরম বেশি। সে কারণে কাস্টমারের সংখ্যা অনেক কম ছিল। এ সময় রুমের তাপ কমানোর বুদ্ধি বের করি। মূলত বিভিন্ন ভাবে জানতে পেরে আমি আমার ঘরের চালার উপর ওয়াটার কুলিং সিস্টেম লাগাই। এতে তাপমাত্রা কমায় কাস্টমার আসছেন বলে জানান তিনি।

খাবার খেতে আসা বিভিন্ন কাস্টমাররা বলেন, তৃপ্তি হোটেলে টিনের চালার উপর কৃত্রিম বৃষ্টি হয়। এখানে খাবার খেতে আসলে মনে হয় বাহিরে আসলেই বৃষ্টি হচ্ছে। আর ঘরের ভেতরটা ঠাণ্ডা ঠাণ্ডা অনুভূত হয়। গরম কম লাগে তখন। স্বস্তিতে খাবার খাওয়া যায়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   তাপদাহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft