মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:০৩ অপরাহ্ন

আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ‍মে) প্রতীক বরাদ্দের দিন নির্বাচনে অংশগ্রহণকারী মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচন অফিস তথ্য মতে প্রতীক বরাদ্দের দিন চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর ভিতরে বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার পেয়েছেন ঘোড়া প্রতীক এবং আমিনুল ইসলাম নামের অপর প্রার্থী পেয়েছেন দোয়াতকলম প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা ইকবাল হোসেন পেয়েছেন টিউবওয়েল প্রতীক এবং মোহাম্মদ আসাদুজ্জামান জামাল উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকল প্রার্থী তাদের চাহিদাকৃত পছন্দের প্রতীক পেয়েছেন।এই পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি পেয়েছেন কলস প্রতীক,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চায়না খানম পেয়েছেন ফুটবল প্রতীক এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন পেয়েছেন হাঁস প্রতীক।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস তথ্য মতে কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন,মহিলা ভোটার ৯০ হাজার ৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   উপজেলা পরিষদ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft