বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
২ বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ২০ বাংলাদেশী নারী-শিশু
বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:১১ অপরাহ্ন

ভারতে ২ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২০বাংলাদেশি নারী ও শিশু।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

ফেরত আসাদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে।

ফেরত আসা এসব নারী ও শিশুরা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, কুমিল্লা, গাজিপুর, চাঁদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ফেরত আসা নারী-শিশুদের বেনাপোল- পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় এসি ল্যান্ড , উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পরে পড়ে তাদের কলকাতায় পাঠানো হয়। সেখানে বিভিন্ন কাজ করার সময় কলকাতা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদেও ২ বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমের হেফাজতে ছিল তারা। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের
মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা তাদের মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেবেন।

বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২০ নারী শিশুকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ৩টি মানবাধিকার সংগঠন পোর্ট থানা থেকে তাদেরকে গ্রহন করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft