কাজিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে অপর প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, কাজিপুর থেকে বিতাড়িত আবুল কালাম ও আশরাফুল আলম নামে দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ও কাজিপুরে উপজেলা পরিষদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। এই দুই প্রার্থী নানাভাবে কাজিপুরবাসির আশা আকাঙ্খার বাতিঘড় প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিকে হেয়-প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী রচনা করছে। এরা দুজনে তফসিল ঘোষনার পর থেকেই কাজিপুরের নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজিপুরের বাইরে অবস্থান করছে নিজেরা ভোটপ্রার্থনা না করে ব্যানার না ছাপিয়ে, প্রচার-প্রচারনা না করে অভিযোগের নানা কল্পকাহিনী রচনা করছে। সম্প্রতি সিরাজগঞ্জের একটি স্থানে সংবাদ সম্মেলন করে প্রকৌশলী সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় এমপি ও আমাকে জড়িয়ে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, আমি ঐ সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে বলতে চাই, কাজিপুরের ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা, কর্মি, সমর্থক ও কাজিপুরের ২ লক্ষ ৩৪ হাজার ৫শত ১৯৮ জন ভোটার আগামী ৮ই মে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের প্রত্যাক্ষান করবে এবং আনারস প্রতিকে ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুরের পৌর মেয়র আব্দুল হান্নানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।