বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নির্বাচনে অনিয়ম করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না- নির্বাচন কমিশনার
পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:)  মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ  হবে। এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। 

এ ব্যাপারে সরকার প্রধানসহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা  অবলম্ভন করছেন কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন। 

গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরো কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কারো কোন ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে ওই দিন বিকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত  প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো আহসান হাবিব খান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ পুলিশের  উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‍্যাব-৮ এর  অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, প্রমুখ। 

এ সময় প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় করেন।

জানা গেছে, প্রথম ধাপে জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় ইভিএম এর মাধ্যমে আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft