বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল মালিকসহ আটক ৭
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১:১৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক, খদ্দের ও যৌনকর্মী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ এপ্রিল)  রাত ১০ টায় আখাউড়া পৌরসভার সড়ক বাজারে অবস্থিত ভুইয়া আবাসিক হোটেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। 

আটককৃতরা হলেন, ভুইয়া আবাসিক হোটেলের মালিক অত্র উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভুইয়ার ছেলে মো. জসীম ভুইয়া(৫০), আটক খদ্দেররা হলেন, গাজীপুর জেলা সদর থানার মোগর খাল এলাকার ছায়েম মিয়ার ছেলে নাঈম ভুইয়া(৪০),  ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটিয়ারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মো. আশিক মিয়া (২২), বিজয়নগর উপজেলার মেরাসানী সরদার পাড়ার মৃত আঃ নুর এর ছেলে আঃ রহিম (৪৫)। আটক যৌনকর্মীরা হচ্ছেন, ঢাকা বনানী কালীগঞ্জ এলাকার মৃত জিন্নত আলীর মেয়ে মোছাঃ বৃষ্টি আক্তার (২৪),  হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীরনগর গ্রামের আউয়াল মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪),  বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার মৃত নুর মিয়ার মেয়ে ঝুমা আক্তার (২৯)।

এসময় উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন,  দীর্ঘদিন ধরেই এই হোটেলে অসামাজিক কার্যকলাপ নির্বিঘ্নে চলছে।  কিছু দিন পর পরই এই হোটেল থেকে জনতার অভিযোগের ভিত্তিতে যৌনকর্মী খদ্দের সহ আটক করা হচ্ছে।  এমনকি প্রকাশ্যে দিনেদুপুরে যৌনকর্মীরা হোটেলে উঠানামা করে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই আখাউড়ার কতিপয় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ নির্বিঘ্নে চলছে। মাঝে মাঝে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়। অভিযানের কিছুদিন যেতে না যেতে আবারও শুরু হয় এসব অসামাজিক কার্যকলাপ। তাছাড়া আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় দিন রাত পতিতাদের আনাগোনা যেন ওপেন সিক্রেট। এছাড়া সড়কবাজারের মাছ বাজার সংলগ্ন একটি হোটেলেও যৌনকর্মীদের অবাধে চলাচল দেখা যায়। এসব অপকর্ম বছরের পর বছর চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী ও চরিত্রহীন মহল। এতে করে আখাউড়া সহ আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলার  ছেলে মেয়েরা এসব অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এতে আখাউড়ার সম্মান নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে সচেতন মহল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft