শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নাটোরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। এ গরম থেকে স্বস্তি পেতে নাটোরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এসময় বৃষ্টির জন্য আল্লাহের কাছে প্রার্থনা জানিয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন মুসল্লি।

আজ শুক্রবার(২৬ এপ্রিল) বাদ জুমা নাটোর জেলা ঈমান-আক্বিদা সংরক্ষণ পরিষদের উদ্যোগে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠ এ সালাতুল ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলাইপুর মারকাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মফিজুর রহমান মফিজ।

নামাজ ও খুতবা শেষে আল্লাহের কাছে সবার জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি কামনা করা হয়। এ সময় প্রচন্ড রোদ্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুসল্লিরা অঝোরে কেঁদে কেঁদে আমিন আমিন আল্লাহ আল্লাহ বলতে থাকেন। কাঁন্নায় চারিদিকে আকাশ ভারী হয়ে উঠে। অনেকে আল্লাহপাকের কাছে নিজের পাপ ক্ষমা প্রার্থনা করে দোয়া করেন। 

আবু কাশেম নামে এক মুসল্লি বলেন, আমাদের নিজেদের পাপের কারণে আজ আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। তাই আল্লাহের কাছে নিজের পাপ ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া চেয়েছি। নিশ্চিয় আল্লাহ আমাদের এ প্রচন্ড রোদ্র থেকে বাঁচাতে রহমতের বৃষ্টি দান করবেন। সেই আশায় আজ ইসতিসকার নামাজ আদায় করেছি।

সজিবুর রহমান বলেন, চারিদিকে শুধু গরম আর গরম। দিনের বোলায় রোদ্রের তাপে বের হতে পারি না। গরমে বাড়িতেও থাকতে পারছি। একটু বৃষ্টি হলে কিছুটা গরম কমতো। কিন্তু এত খরা ও গরমেও বৃষ্টি হচ্ছে না। তাই জুমা নামাজ পড়ে  আল্লাহের কাছে বৃষ্টির জন্য দোয়া চেয়েছি।

আমির হোসেন নামে আরেক মুসল্লি বলেন, প্রচন্ড রোদ্রে বাহিরে বের হতে পারি না। এত গরম বাহিরে গিয়ে কাজও করতে পারছি না। গাছপালা, মাটি শুকিয়ে যাচ্ছে, তবুও বৃষ্টির দেখা নেই। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করুন। এভাবে চলতে থাকলে আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। আমরা সবাই ইসতিসকার নামায় আদায়ের পর বৃষ্টির জন্য দোয়া করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft