প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন
অন্য নদীগুলো মৃত প্রায়। তার ওপর পদ্মাও শুকিয়ে খা খা করছে। একদিকে নদীতে পানি নেই, অন্যদিকে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমশই নিচে নামছে।
প্রতি বছরের মতো এবছরও চৈত্রের খরতাপ শুরু হওয়ার আগেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এখানকার উঁচু এলাকাগুলোয় পানির সংকটের চিত্র ভয়াবহ। এবারও রাজশাহী জেলাসহ আশপাশের জেলাগুলোয় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।
চলমান তাপপ্রবাহ ও তীব্র খরার মধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে অবস্থান করছে। পানি সংগ্রহ করতে গিয়ে হাহাকার উঠেছে পুরো বরেন্দ্র অঞ্চলজুড়ে।