প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:২২ অপরাহ্ন
শরীয়তপুর জাজিরায় কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে কন্দাল (কচু) জাতীয় ফসল চাষের উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক-কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জাজিরা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৬ ও ১৭ এপ্রিল উপজেলা পরিষদের পুরাতন ভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ওমর ফারুক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমানসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া।
প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, কন্দাল জাতীয় ফসল অর্থাৎ আলু, মিষ্টি আলু, লতিকচু, ওলকচু, মুখীকচু প্রভৃতির কথা বলা হয়েছে। জাজিরার মাটি কন্দাল ফসল চাষের খুবই উপযুক্ত। কন্দাল জাতীয় ফসলে পুষ্টিগুণ বেশি থাকে এবং প্রচলিত ফসলের তূলনায় অধিক লাভজনক।