বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
কালকিনিতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূর করা যৌতুকের মামলায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে মোতালেব ঘরামী(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিনের করা একটি যৌতুক মামলায় মোতালেব ঘরামী সহ তার তিন ছেলেকে আসামী করা হয়।

গতকাল বুধবার রাতে পুলিশ আসামীদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়।এসময় তার ছেলেদেরকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।পুলিশ চলে যাবার পর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে মোতালেবের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

ধারনা করা হচ্ছে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যান।

এ ব্যাপারে পুলিশ জানায়,নিহত মোতালেব ঘরামী ওয়ারেন্টভুক্ত আসামী ছিল।তবে আসামীদের ধরতে গিয়ে নিহত ঐ ব্যক্তির সাথে পুলিশের কোন সাক্ষাৎ হয়নি।পুলিশ গিয়ে তাকে বাড়িতেও পায়নি।তাই ঐ ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ কিছু জানেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft