প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১১:১২ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের লাথি ও লোহার রডে লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হোসনে আরা আক্তার (৪৪) নামে এক নারী ও শ্রমিক নেতা আসাবুদ্দিন (৫৮)।
আহত হোসেন আরা আক্তার জাতীয় শ্রমিক লীগ কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন শাখার সভাপতি আসাবুদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় চাচাতো ভাই হাফিজ উদ্দিন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে গত ০৭/০৪/২৪ রবিবার কাপাসিয়ায় থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- ১) জালাল উদ্দীন (৫০), ২) ফরিদ (৪৫), ৩) তাজউদ্দীন (৫২), ৪) আবু বকর ছিদ্দিক (৫০), ৫) রনি মিয়া(২৮), ৬) জিলানী (৩২), ৭) মো: রাব্বি (২০), ৮) হিমেল (২৪), ৯) স্বপন (৩৫), ১০) স্বর্না আক্তার (২৫)।
গত রবিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযুক্ত জালালউদ্দিন ও ফরিদের সঙ্গে ফোনে একাধিক বার চেষ্টা করে ও তাদের পাওয়া যায়নি।
আহত শ্রমিক লীগ নেতা আসাবুদ্দিন দৈনিক জবাবদিহিকে বলেন, এই সম্পত্তি ক্রয়সুত্রে আমি মালিক। এই জমি নিয়ে বিবাদী গং আমার সঙ্গে শত্রুতা করে আসছে তার সন্তানেরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন হামলার ঘটনার পর জালাল উদ্দীনের ছেলেরা ফোন করে ৭টি হোন্ডায় প্রায় ২০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। তারা জোরপূর্বক আমার সম্পত্তি দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে। তারা আমার স্ত্রী হোসনে আরা ও আমাকে লোহার রড ও এসএস পাইপ দ্বারা এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে পুলিশ উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র জানান, আমি অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।