প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
কারাবন্দি থেকে গৃহবন্দি হয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। বুধবার (১৭ এপ্রিল) মিয়ানমারের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। তবে গৃহবন্দি হিসেবে কতদিন থাকতে হবে সে সম্পর্কে ওই প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি।
দেশটির সামরিক জান্তা জানিয়েছে, তাপপ্রবাহের প্রকোপ থেকে কারাবন্দিদের রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সু চিকে কারাগার থেকে তার বাড়িতে স্থানান্তর করা হয়েছে।
৭৮ বছর বয়সী এই নোবেল বিজেতা বিভিন্ন ফৌজদারি অপরাধে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই লোকচক্ষুর অন্তরালে আছেন সু চি।
নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা জানান, সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে। জান্তার মুখপাত্র জ মিন তুন জানান, তাপপ্রবাহের কারণে কর্তৃপক্ষ দুর্বল ও ভঙ্গুর স্বাস্থ্যের কয়েদীদের সুরক্ষা দিতে নানা উদ্যোগ নিয়েছে।
জ মিন তুন এএফপিকে বলেন, ‘অত্যন্ত উষ্ণ আবহাওয়ার কারণে অং সান সু চি ও উইন মিন্টের পাশাপাশি আরও কয়েকজন প্রৌঢ় কয়েদীদেরও বিশেষ যত্ন নেওয়া হয়েছে।’
বুধবার মিয়ানমারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী নেপিডোতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী সপ্তাহগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে নতুন বছরের উৎসব উপলক্ষে জান্তা সরকার ৩ হাজার ৩০০ কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বলে ইরাবতির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণ ক্ষমার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হবে। সূত্র: এএফপি ও ইরাবতি।