প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৮:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার অনুষ্ঠিত অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল নামে। সকাল থেকে দুপুর নাগাদ তিতাস নদীর পৌর এলাকার গোকর্ণঘাটে হাজার হাজার পুণ্যার্থী স্নানে অংশ নেন। স্নানকে কেন্দ্র করে গোকর্ণঘাট এলাকায় লোকজ মেলাও বসে।
স্নানকে কেন্দ্র করে ভক্তরা পিতৃ-পুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় নদীর তীরে বসে পুরোহিতের মাধ্যমে তর্পনবিধি পালন করে পবিত্র মন্ত্র জপ করেন। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য বিশেষ প্রার্থণা করেছেন।
গঙ্গাস্নানের অংশ নেওয়া খোকন কান্তি আচার্য্য বলেন, ‘শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড় দেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন, সেখানে ভগবান বিরাজমান থাকেন। গঙ্গাস্নানের মধ্য দিয়ে মনের বাসনাও পূর্ণ হয়।’
মায়া রানী মোদক নামে আরেক পুর্ণার্থী স্নান শেষে জানান, গঙ্গাস্নানের মধ্য দিয়ে তিনি নিজের পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করেছেন। ভগবান যেন সবার মঙ্গল করেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গঙ্গা স্নান পরিচালনা কমিটির সভাপতি রতন রায় কর্মকার জানান, গঙ্গাস্নানের জন্য একটি পাকা ঘাট জরুরি দরকার। বালুর বস্তা ফেলে ঘাটটিকে স্নানের জন্য উপযোগী করে রাখা হয়েছে। কিন্তু এতে পুর্ণার্থীদেরকে দুর্ভেঅগে পড়তে হয়। এ বিষয়ে সহযোগিতা জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।