শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন    মিরপুরের রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা    চাল-চিনির দাম কমেছে, অস্বস্তি আলু-তেল ও মাছে    ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর    সাকিবের শর্তে বিসিবির না    প্রতি কনসার্টে আতিফ আসলামের পারিশ্রমিক কত    ট্রাম্প এখন নিরাপদ নন, আশা করি সতর্ক থাকবেন: পুতিন   
ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইসরায়েলের চিঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে বৈশ্বিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, তিনি দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘মিসাইল ও ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি, আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছি।’

কাৎজ বলেছেন, তিনি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এখনই ইরানকে থামাতে হবে, অনেক দেরি হওয়ার আগে।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বলেছে, তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে জি৭ দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft