প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েল মন্ত্রণালয়ের বরাতে বলেছে, সিউলের ইসরায়েলি দূতাবাসের একজন সন্দেহভাজন ভবনের লবিতে প্রবেশ করে এই হামলা করেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিমহাট তোরাহ ছুটি থাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দূতাবাস বন্ধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করছে।