শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
কালকিনিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩ জন গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১:১৪ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল রবিবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এজাহার সরদারের ছেলে নান্নু মিয়া (৪৫),দলিল খানের ছেলে দুলাল খান (৩৩) এবং বারেক আকনের ছেলে আরিফ হোসন (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জুয়া খেলা বন্ধে মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম-বার, পিপিএম) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) ফকির হাসানুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনা করে।

এসময় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জামাল হোসেন গংদের বাশ বাগানে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার ১ টি চরকি, ১ টি কোর্ট, ৪৫ টি তাস এবং ৫,৫০০(পাচঁ হাজার পাচঁশত) টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ হতে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft