প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১:১৪ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল রবিবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এজাহার সরদারের ছেলে নান্নু মিয়া (৪৫),দলিল খানের ছেলে দুলাল খান (৩৩) এবং বারেক আকনের ছেলে আরিফ হোসন (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জুয়া খেলা বন্ধে মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম-বার, পিপিএম) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) ফকির হাসানুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনা করে।
এসময় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জামাল হোসেন গংদের বাশ বাগানে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার ১ টি চরকি, ১ টি কোর্ট, ৪৫ টি তাস এবং ৫,৫০০(পাচঁ হাজার পাচঁশত) টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ হতে জানানো হয়।