ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে শুক্রবারই (১২ এপ্রিল) হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিসম্পন্ন দেশ ইরান। এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি। এদিকে, যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। খবর দ্য টেলিগ্রাফ।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন, মিত্র ইসরায়েলের উপর ইরানের যেকোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে।'
তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোন পথে এগোচ্ছে তা খোলাসা করেননি। মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আইজেনহাওয়ার' সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে।
ইসরায়েলের মূলভূখণ্ডে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধে প্রস্তুতি নেয়া শুরু করেছে তেল আবিব। এর আগে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তরাঞ্চলে এই হামলা চালাতে পারে তেহরান। তবে এই হামলা তথাকথিত বিমান বা ড্রোন হামলার চেয়ে ভিন্ন হবে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা এড়িয়ে হামলা চালাবে তেহরান যাতে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়ায়।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা হতে পারে।
অপর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল- যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে, ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন। এ ক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান।
এর আগে, সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের কয়েকজন কর্মকর্তা নিহতের জেরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পারস্য অঞ্চলের দেশটি। যেকোন সময় ইসরায়েলের যেকোন স্থাপনায় চালানো হবে এমন হামলা।
এদিকে, নিজের অবস্থান পাল্টে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করে তেলআবিবের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন। তবে ইরানের হুমকির মুখে মিত্র দেশের নিরাপত্তায় ফের তীব্র শঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সময় গতকাল বুধবার (১০ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব।’