বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে “বৈসাবি” আনুষ্ঠানিকতা শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

আজ শুক্রবার থেকে পাহাড়ে বর্ষবরণ উৎসব “বৈসাবি”র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোরে নদী/ছড়া খালে ফুল দেওয়ার মধ্যে দিয়ে তিন দিনের মুল আনুষ্ঠানিকতা ও উৎসবের সুচনা হয়। ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু নামে এ উৎসব পালন করে তিন সম্প্রদায়ের উৎসবের অদ্যাক্ষর নিয়ে এ উৎসবের নাম বৈসাবি।

সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালন করা হয়। মূলত; চৈত্রের শেষ দু’দিন আর বৈশাখের  প্রথমদিন নিয়ে পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি পালন করে আসছে সে অনাদিকাল থেকে নানা আনুষ্ঠানিকতায় আনন্দ-উল্লাস আর উৎসব মুখর পরিবেশে।

খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে “বৈসাবি” আনুষ্ঠানিকতা শুরু

খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ফুল দিয়ে “বৈসাবি” আনুষ্ঠানিকতা শুরু

 
আজ ভোরে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় খবংপুড়য়িা এলাকা চেঙ্গী নদীতে ফুল দিয়ে পুজার মধ্যে দিয়ে উৎসবের মুল আনুষ্ঠানিকতার সুচনা হয়। খুব ভোরে পুর্ব আকাশে সুর্য্যে রক্তিম আভা ছড়িয়ে পড়ার  আগেই চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় শিশু কিশোর,তরুন- তরুনীরা  নদীতে ফুল দিয়ে বছরের দু:খ কষ্ট ক্লেস গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

খাগড়াছড়ি জেলা শহরের খবংপুড়য়িা এলাকার চেঙ্গী নদীতে ফুল দিয়ে তারা প্রার্থনা করে। বেলার বাড়ার সাথে সাথে চেঙ্গী  নদীর তীরে মানুষের ঢল নামে।  ছোট্ট ছোট্ট শিশুরা এ সময় নদীতে হল্লা করে একে অপরকে  বিজিয়ে দিয়ে আনন্দ উল্লাস করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft