প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন
মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। খবর এনডিটিভির
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মোলুক্কা সাগরে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) আফটারশক হতে পারে এমন আশঙ্কায় কাছাকাছি এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।
ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে এর অবস্থান। এই কারণে দেশটি ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়।
২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়। এর আগে ২০১৮ সালে এক ভূমিকম্পে দেশটিতে ২২০০ লোকের মৃত্যু হয়।