মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ট্রেনে জন্ম নিলো শিশু
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের ট্রেনে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনে সন্তান জন্মদানকারী প্রসূতি স্বর্ণা আক্তার (২০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী। 

আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত খুলনার ট্রেন পরিচালক (গার্ড) ইলিয়াস কবীর সেলিম বলেন, সোমবার (৮ জুলাই) খুলনা থেকে  রাজশাহীগামী আন্তঃনগর ৭০৫ নম্বর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সকালে খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি নারী তার পরিবারসহ দর্শনা রেলস্টেশন থেকে 'ঙ' নম্বর বগিতে ওঠে। ট্রেনটি সকাল পৌনে ১১টার দিকে ভেরামারা রেলস্টেশনে এলে ওই প্রসূতি নারীর প্রসব বেদনা ওঠে।

এসময় ওই ট্রেনের কন্ট্রাক্টর (ট্রেন পরিচালক গার্ড) তাপস কুমার আমাকে জানান যে 'ঙ' নম্বর বগিতে এক প্রসূতি নারীর প্রসব বেদনা উঠেছে। এসময় আমি মাইকিং করি যে ট্রেনে কোনো ডাক্তার আছে কিনা?  তখন এ ট্রেনের যাত্রী ও ঢাকাস্থ বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোছাম্মৎ নাজনীন আক্তার দ্রুত 'ঙ' নম্বর বগিতে এসে পরিচয় দেন যে তিনি ডাক্তার। এরপর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে এলে একটি ছেলে শিশু ভূমিষ্ঠ হয়।

ওই ট্রেনের যাত্রী এবং নবজাতক-শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোছাম্মৎ নাজনীন আক্তার বলেন, আমি ট্রেনে আলমডাঙ্গা থেকে রাজশাহী যাচ্ছিলাম।  মাইকিং শোনার পর আমি 'ঙ' বগিতে যাই। সেখানে কাপড় টাঙিয়ে দেয়ার পর তিন সিটের একটি চেয়ারে শিশুটি ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি নরমাল ডেলিভারিতে বেশ সুস্থভাবেই জন্ম নিয়েছে। তাই কোনো সমস্যা হয়নি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে। 

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা নিয়ে মা ও শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft