শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা এসব হামলা চালায়। ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর তাসের।

ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূ-খণ্ডের স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী চারটি স্থানে গণহত্যা চালায়। এতে ৩৮ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে।’

তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ উপত্যকার দক্ষিণের আল-নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ায় একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়। পরে ওই বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৩,১৭৫ জনে দাঁড়িয়েছে এবং ৭৫,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft