প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ফের তাণ্ডব চালাচ্ছে থানচি বাজারে। থানচি থানায় আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে ঘণ্টাব্যাপি গোলাগুলির শুরু হয়েছে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিষ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।
স্থানীয়রা জানান, প্রথমে হাসপাতাল রোড আর মৈত্রী শিশু সদন রোড দিয়ে তারা আসছিলো। আসার সাথে সাথে পুলিশ ক্যাম্পে লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে বিজিবি ক্যাম্পসহ পাল্টা গুলাগুলি হয় সন্ত্রাসীদের সাথে। পুরো এলাকায় জুড়ে থমথমে বিরাজ করেছে।
ডিআইজি নূরে আলম মিনা বলেন, থানচি থানার দক্ষিণ–পূর্ব পাশের পাহাড় থেকে কে বা কারা গুলি ছুড়তে থাকে। থানা থেকে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়ে।
ডিআইজি বলেন, থানায় পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে। দুপুরে থানা পরিদর্শনের পর অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা ভালো রয়েছে।
থানচি ইউএনও মোহাম্মদ মামুন বলেন, রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী বাজারে এসে গোলাগুলি শুরু করে। এরপর তারা থানাতেও গুলি চালায়। এ সময় পুলিশ ও বিজিবিও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা হাসপাতালের কাছে এসেও গুলি করতে থাকে।
মোহাম্মদ মামুন বলেন, পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ৪০০ থেকে ৫০০টি গুলি ছুড়েছে পুলিশ। বিজিবির ছোড়া গুলির সংখ্যা আগামীকাল জানা যেতে পারে।