বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
 

কালকিনিতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে ৩০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের করিমগঞ্জ বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সবুজ বেপারী(২৫)। সে কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষীপুর পখিরা গ্রামের মৃত কালাম বেপারীর ছেলে।

আজ মঙ্গলবার পুলিশের পক্ষ হতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম এর দিক নির্দেশনায় সোমবার রাতে কালকিনি থানার এসআই(নিঃ) মিঠু ফকির এর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দড়িচর লক্ষীপুর এলাকার করিমগঞ্জ বাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার সময় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে তার নিকট হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা। এ বিষয়ে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft