প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেল গেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতারা বলেন, একজন সংসদ সদস্য নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছেন। সেই টাকা তিনি দুনীতি করে তুলবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এমন দুনীতিবাজ লোক জনপ্রতিনিধি হতে পারে। তিনি নির্বাচনী আচরনবিধি এবং শপথ গ্রহণ লংঘন করেছেন। আমরা জেলা এবং কেন্দ্রী আওয়ামীলীগের কাছে আহবান জানাই এমন দুনীতিবাজ সংসদ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। এবং তার সংসদ সদস্য পদ থেকে তাকে অব্যহিত দেওয়া হোক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান করছি।
এসময় বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন- বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডা, সহ-সভাপতি শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী শাপলা খাতুনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্য
এ্যাড. আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, এইটুক অন্যায় করবো, আর করবো না। নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা আমি খরচ করেছি, এটা তুলবো। এটা আমি তুলবো, যে ভাবে হোক এটা আমি তুলবো। ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছিলাম ২৭ লাখ টাকা দিয়ে। আমি চাইলে ১ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। যেহুত আমার টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা, আমি তুলে নেবো এবার। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলব।