দশমিনায় নৌ-পুলিশের অভিযানে গ্রেপ্তার-২
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
পটুয়াখালী দশমিনা উপজেলায় রবিবার সকালে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌ-পুলিশ ফাঁড়ি উপপুলিশ পরিদর্শক (এসআই)আল মামুন ও আশ্রাফ অভিজান পরিচালনা করে অবৈধ মাছ ধরার সময় দুজনকে গ্রেপ্তার কার হয় এবং ৭শত মিটার সুতার জাল ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের ইউনূস বিশ্বারের ছেলে আমির হোসেন(৩৫), দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের নুর হোসেনের ছেলে মোঃ সুজন খাঁ(৩৫)। নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভয়আশ্রম সময়কালীন অবৈধ মাছ ধরার সময় দুই জনকে গ্রেপ্তার কার হয়। মৎস্য সংরক্ষন আইনে নিয়মিত মামলা দিয়ে দুই জনকে জেলহাজতে প্রেরন করা হয়।