বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
কসবা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত প্রতিবাদে কর্মসূচির ডাক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কাজে স্থবিরতা হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অন্তর্গত কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

এদিকে কমিটি বিলুপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে। কেউ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কেউ এর প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকার তোলপাড় শুরু হয়েছে। 

অনেকে অভিযোগ করেছেন, পাশের আখাউড়াসহ একাধিক উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমহীন কমিটি রয়েছে। অথচ সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু কসবা উপজেলা কমিটি ভেঙ্গে দেওয়া উদ্দেশ্যমূলক। এ নিয়ে ওই এলাকার সংসদ সদস্য তথা আইনমন্ত্রী আনিসুল হক কিংবা স্থানীয় অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও পরামর্শ করা হয়নি বলে জেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়।  

এদিকে জেলা কমিটিকে দায়ী করে অহেতুক উপজেলা কমিটি বিলুপ্তির অভিযোগে শুক্রবার কসবা পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রয়োজনের হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হবে শুক্রবারের ওই কর্মসূচি থেকে। 

বিলুপ্ত ঘোষিত কমিটির আহবায়ক আফজাল হোসেন খান রিমন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের আলাদা সুনাম আছে। মন্ত্রী মহোদয়সহ স্থানীয় নীতিনির্ধারকদের কারো সঙ্গে কোনো ধরণের পরামর্শ না করে, সম্মেলনের তারিখ ঘোষণা না দিয়ে যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ি হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনার প্রতিবাদে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট শুক্রবার কর্মসূচির ডাক দিয়েছে।’

কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘এভাবে কমিটি ভাঙা কোনোভাবেই কাম্য নয়। কসবা উপজেলা ছাত্রলীগ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছিলো। জেলা কমিটি কোনো কারণ ছাড়াই কসবা ছাত্রলীগের কমিটির বিলুপ্ত করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ কমিটি বহাল না করলে হরতাল-অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে।’  

এ বিষয়ে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘কসবা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করতে একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা নির্দেশনা ছিলো। এরই আলোকে এটা করা হয়েছে। তবে এটা সত্য যে ওই এলাকার সংসদ সদস্য তথা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যোগাযোগের চেষ্টা করেও সেটা সম্ভব হয়নি।’

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘তিন মাস মেয়াদি কমিটির বয়স হলো ছয় বছর। এ কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা একজন বিদেশ চলে গেছে, একজন কাজী হয়েছেন। আবার অনেকে চাকরি পেয়েছেন ও বিয়ে করেছেন। এ অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে জেলা ছাত্রলীগের শীর্ষ ওই নেতা আরো জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া জেলার আখাউড়া উপজেলা ছাত্রলীগের বিষয়েও কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি নির্দেশনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft