প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের নাড়া পুড়াতে গিয়ে অগ্নিকান্ডে ৩ জন্য কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কৃষকের প্রায় ১ লক্ষধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্মচাকী চোখতোলা নামক মাঠে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল কাশেম ও একই গ্রামের মিরাজ আলী এবং আমজাদ হোসেন। আগুনে আবুল কাশেমের গম, মিরাজের তামাক এবং আমজাদের ভুট্টার ক্ষেতে আগুন লেগে ফসল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, জোরপুকুরিয়া গ্রামের একজন কৃষক গমের নাড়া পোড়ানোর জন্য আগুন দিলে বাতাসে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বামন্দী ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ ইছাহাক আলী জানান, খবর পেয়ে আমাদের সদস্যগণ অগ্নিকান্ডের ঘটনাস্থালে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কিছু জমির ফসল পুড়ে গেছে। বাকী জমির ফসল উদ্ধার করা হয়েছে। এতে কৃষকের প্রায় সব মিলিয়ে ১ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।