বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮    তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার   
কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

জেলার কোটালিপাড়া উপজেলার ২নং মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমীন জাহান মুন্নীর বিরুদ্ধে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অভিভাবক  এবং এলাকাবাসীর কাছ থেকে ৩ শত টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাওয়ার পর ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন যে এ টাকা তোলা হচ্ছে বছর শেষে শিক্ষার্থীদের বিদায় জানানোর জন্য অনুষ্ঠান বাবদ। তিনি একটি চার্ট দেখিয়ে বলেন,কে কতো টাকা দেয় তা একটি চার্টে আমি উল্লেখ করে রেখেছি। আমার কাজে স্বচ্ছতা রয়েছে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে কোনো কারন দেখিয়ে অর্থ আদায় নিষিদ্ধ  জানিয়ে ওই প্রধান শিক্ষককে অর্থ সংগ্রহের  অনুমতি কে দিয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে টাকা তুলছি। এ পর্যন্ত ১৪ জনের কাছ থেকে  প্রায় ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে। আশা করছি প্রায় এক লাখ টাকা উত্তোলন করা সম্ভব হবে।

টাকা উত্তোলনে সাহায্যকারী  সহকারী শিক্ষক জাকির হোসেন বলেন,আমরা গতকাল মঙ্গলবার প্রায় ৪০ হাজার টাকা খরচ করে আনন্দ অনুষ্ঠান করেছি। প্রতি বছরই আমরা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করি অভিভাবকদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে।

এদিকে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নীর বিরুদ্ধে বিদ্যালয়ের অনুকুলে ২০২৩-২৪ অর্থ বছরে সরকার প্রদত্ত ক্ষুদ্র মেরামত বাবদ দুই লাখ টাকা,স্লীপ ফান্ডের এক লাখ টাকা এবং প্রাক প্রাথমিক শ্রেণির দশ হাজার টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অভিভাবক মহলে।
উল্লেখ্য ২নং মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft