বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮    তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার    দীর্ঘদিন ফল সতেজ থাকবে যে উপায়ে    ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত    ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি   
ভয়েসের উদ্যোগে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ নারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

আজ (২৭ নভেম্বর) বুধবার ঢাকার আদাবরে বায়তুল আমান হাউজিং সোসাইটি সেতু ট্রেনিং হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বিষয় ছিল, সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত করা, যাতে তারা ডিজিটাল নিরাপত্তার হুমকিসমূহ এবং অনলাইনে বিভিন্ন হয়রানির মোকাবিলা করতে পারেন। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে, সাংবাদিক এবং নারী মানবাধিকারকর্মীগণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদভাবে কাজ করতে আত্মবিশ্বাসী হবে এবং নিজেদের অনলাইন নিরাপত্তা ও তাদের মূল্যবান তথ্যের সোর্সসমূহকে সুরক্ষিত করতে পারবে। 

উল্লেখ্য ভয়েস দীর্ঘদিন ধরে, বাংলাদেশের নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কর্মজীবনে চলমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষত, যারা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, স্টকিং, ডক্সিং, ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় মামলা, যত্রতত্র গ্রেপ্তার এবং আটক হওয়ার মত ঘটনার সম্মুখীন হয়েছে। 

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক এই সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি ইমেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়, যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি তাদের পেশাগত দায়িত্বপালনের সময়ে বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

কর্মশালায় ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার ফলে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।
 
কর্মশালায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, সাংবাদিক ও নারী মানবাধিকারকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে, যার ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মানে ভয়েস বদ্ধপরিকর। কর্মশালায় বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত নারী সাংবাদিক ও নারী অধিকারক কর্মীগণ অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভয়েস   নারী সাংবাদিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft