মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান   
চলে গেলেন টংক আন্দোলনের কিংবদন্তি কুমুদিনী হাজং
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধ:
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ২:৪০ অপরাহ্ন

ব্রিটিশ বিরোধী সংগ্রামী ও টংক আন্দোলনের কিংবদন্তি নারী কুমুদিনী হাজং (৯২) আর নেই। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আজ রোববার সকালে স্থানীয় শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান  অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং। 

তার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক ও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি।

কুমুদিনী হাজং এর মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা: দিবালোক সিংহ,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকবি সুজন হাজং,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন,দুর্গাপুর থানা,উপজেলা সিপিবি ,দুর্গাপুর সাংবাদিক সমিতি,জাতীয় হাজং সংগঠন,বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা কুমুদিনী হাজং এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই মহীয়সী নারী মৃত্যুকালে দুই ছেলে,দুই মেয়ে,নাতী- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে কুমুদিনী হাজংকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। এছাড়া তিনি অনন্যা শীর্ষদশ (২০০৩), ড. আহমদ শরীফ স্মারক (২০০৫), কমরেড মণি সিংহ স্মৃতি পদক (২০০৭), সিধু-কানহু-ফুলমণি পদক (২০১০), জলসিঁড়ি (২০১৪) ও হাজং জাতীয় পুরস্কার (২০১৮) পথ পাঠাগার সম্মাননা (২০২২)  পেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft