প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে বাজার বনিক সমিতির সহযোগিতায় যানজট নিরসনের বিশেষ উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানার মোড় হইতে কাপাসিয়া প্রেসক্লাব মোড় পর্যন্ত থানা অফিসার ইনচার্জ মো আবুবকর মিয়া'র নেতৃত্বে কাপাসিয়ার অর্ধশত পুলিশ, কাপাসিয়া বাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিততে বিভিন্ন দোকানপাট, ব্যাংক বীমা, হোটেল, রেস্তোরাঁ, জুয়েলারি দোকানে সামনের থেকে অপ্রয়োজনীয় জিনিসপত সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান,পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, বাজার বনিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মইনুল হক মিলন, সহ-সভাপতি আলা উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর আলম রিপন,সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার, এফএম কামাল হোসেন, শাকিল হাসান,আকরাম হোসেন হিরন প্রমুখ।