বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাটোরে ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ, আসামি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৬:৩২ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের পর মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণের মামলায় অভিযুক্ত আসামি রুবেল মালকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল রোববার রাতে গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার(১৮ মার্চ) সকালে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মাল(৩৫) উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে।
 
র‍্যাব-৫ (নাটোর) জানায়, প্রতিবেশি রুবেল মাল ভূক্তভোগীকে প্রেমের প্রস্তারসহ কু-প্রস্তাব দিলে ফিরিয়ে দেয় ওই নারী। গত ৭ ফেব্রয়ারী ভূক্তভূগী নারীর স্বামী তার শ্বশুড়কে নিয়ে নাটোর হাসপাতালে ছিলেন। ভূক্তভূগী নারী বাড়িদে একাই ছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী নিজ বাড়িতে গরু-ছাগল দেখতে অন্য ঘরে গেলে সুকৌশলে রুবেল ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। পরে রাত সোয়া ১০টার দিকে আসামি রুবেল ওই ভূক্তভোগী নারীর শয়ন ঘরের চৌকির উপর উঠে তাকে ভয়-ভীতি দেখিয়ে মুখ চেপে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। এবং সুকৌশলে আসামি তার মোবাইল ফোনে ধর্ষণের ও নগ্ন ছবিসহ যৌন উত্তেজনাকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে আসামি মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র ভুক্তভোগীকে দেখিয়ে কু-প্রস্তাব দেন। সেই ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকী দেয়।

র‍্যাব আরও জানান, পরে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত ১৫ মার্চ(শুক্রবার) একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য নাটোর র‍্যাব বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেল মালকে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft